User Generated Content (UGC) কি? অনলাইন বিজনেসে এটি কেন এত গুরুত্বপূর্ণ?
Manage episode 437700635 series 3242291
যেকোন বিজনেস এর ক্ষেত্রে কোম্পানির প্রচার এর পর সবচেয়ে বেশি সাফল্য বা মার্কেটিং হয় ইউজার জেনারেটেড কন্টেন্ট থেকে। কারণ এটি মানুষের কাছে বেশি ট্রাষ্টের। একটি হিসাবে দেখা গিয়েছে, ব্রান্ড এর নিজের তৈরি কন্টেন্ট এর তুলনায় মানুষ ইউজার জেনারেটেড কন্টেন্ট প্রায় ২.৫ % বেশি পছন্দ করে নতুন বিজনেস এর ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব আরও অনেক বেশি। এই ইউজার জেনারেটেড কন্টেন্ট কি? কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি আপনার নিজের বিজনেস এর জন্য ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়ে এই পডকাস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে এই ইন্টারনেট দুনিয়ায় রাজত্ব করতে চাইলে এই কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স ➤ https://www.msbacademy.com/course/digital-marketing-masterclass
70 つのエピソード